পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: শীতঘুম থেকে ফিরছে কবে শীত? সুখবর দিল হাওয়া অফিস

কাল অর্থাৎ বুধবার থেকে শীতের আমেজ ফিরতে চলেছে রাজ্যে । কলকাতায় হালকা কুয়াশার দাপট থাকতে পারে । দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই । তবে, দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
আজকের আবহাওয়া

By

Published : Dec 27, 2022, 7:09 AM IST

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস

কলকাতা, 27 ডিসেম্বর: সাময়িক শীত ঘুমে শীত? ঘুম ভেঙে কবে শীত ফিরছে বাংলায় । উষ্ণ বড়দিনের পর থেকে এটাই প্রশ্ন শীতবিলাসীদের । বর্ষা এবছর বৈমাতৃসুলভ আচরণ করেছে । শীতও একই পথের পথিক । আবহাওয়ার আচমকা খামখেয়ালীপনার মধ্যে বড় আপডেট দিল হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

আগামিকাল বুধবার থেকে আবারও শীতের আমেজ ফিরতে চলেছে রাজ্যে (Weather Report) । একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, 29 ডিসেম্বর থেকে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা আবারও 15 ডিগ্রির নীচে নামতে পারে । দিনের তাপমাত্রা থাকবে 25-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । আর সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ঘোরাফেরা করবে 14-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেশি । আর সর্বোচ্চ তাপমাত্রা 28.9 ডিগ্রি । স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ 94 শতাংশ । মঙ্গলবার ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন । দিন থাকবে রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে । বছর শেষের আগে একটা আমরা শীতের আমেজ পাব । তবে তা আকারে ছোট করে । আজ সকালে কুয়াশার দাপট থাকবে (Weather Forecast) । বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে । কলকাতাতেও হালকা কুয়াশার দাপট থাকতে পারে । দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই । তবে, উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে । তুষার পড়তে পারে প্রতিবেশী রাজ্য সিকিমে ।

আরও পড়ুন:নক্ষত্রের অবস্থানের নিরিখে প্রেমজীবন ঘটনাবহুল কাদের, জানুন রাশিফলে

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপাসগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় । সেই কারণেই এই তাপমাত্রার বৃদ্ধি । ডিসেম্বরের 20 তারিখের পর পারদ বৃদ্ধি চট করে দেখা যায় না । এর আগে 2004 সালে দেখা গিয়েছিল । ওই বছর 21 ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস । আর 2013 সালের 24 ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ।

ABOUT THE AUTHOR

...view details