কলকাতা, 26 ডিসেম্বর: দক্ষিণবঙ্গে আবহাওয়ায় যখন উষ্ণতার ছোঁয়া তখন উত্তরবঙ্গে জমিয়ে ঠান্ডা । পাহাড় থেকে সমতল সর্বত্রই শীতের আমেজ । সিকিমের লাচেন এবং দার্জিলিংয়ের টাইগার হিলে বরফ পড়েছে । আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই । বছরের শেষ দু'দিন ফের ঠান্ডা বাড়বে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update) ৷
উত্তরবঙ্গের সমতলের তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি ছিল (Weather Report) রবিবার । সকাল থেকে কনকনে ঠান্ডায় বেলায় রোদ ওঠায় স্বস্তি নেমেছে । বিকেল তিনটের পর থেকে ফের ঠান্ডা জাঁকিয়ে পড়েছে । মালদহ ও দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে ঘন কুয়াশা পড়েছে । শিলিগুড়ি, জলপাইগুড়িতে কুয়াশা কম । উত্তরবঙ্গের আবহাত্তয়ার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে । আজ এবং আগামিকাল রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে । পরের তিনদিন তাপমাত্রা কমবে । অর্থাৎ বর্ষবিদায় এবং বরণে কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে ।