কলকাতা, 25 ডিসেম্বর: তামিলনাড়ু উপকুলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব এই রাজ্যে পড়বে না । তবে আজ বঙ্গোপসাগরে উচ্চচাপ তৈরি হবে যার জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে (Weather Report) । এর ফলে দিনের এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে । ফলে আজ 25 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা কম থাকবে (West Bengal Weather Update) । তারপর অবশ্য আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে ।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা । একই সঙ্গে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে । বেলার দিকে কুয়াশা কাটলেও হাওয়া সেভাবে না থাকায় গরম অনুভূত হবে । তবে 29, 30 ডিসেম্বর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে । তা কমে 13-14 ডিগ্রিতে নেমে আসতে পারে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া অফিসের (Alipore Weather Office) আবহাওয়াবিদরা মনে করছেন । নিম্নচাপের কাঁটায় আজ যে বড়দিনে ঠান্ডার আমেজ সেভাবে থাকবে না তা পরিষ্কার । তবে একই সঙ্গে আবহবিদরা বলছেন বৃহস্পতিবার থেকে যেহেতু পারদ পড়বে ফলে বর্ষশেষ এবং বর্ষবরনের উৎসব শীতের আমেজের মধ্যেই হবে (Weather Forecast) ।