পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: ঘুরপথে প্রভাব ঘূর্ণিঝড়ের, 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা বাড়ল 2 ডিগ্রি - Weather Update for West Bengal today

সোমবার পর্যন্ত মেঘের লুকোচুরি চলবে । আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
আজকের আবহাওয়া

By

Published : Dec 11, 2022, 6:43 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর:এই রাজ্যে ঘূর্ণিঝড় প্রবেশ না করলেও তার প্রভাব পড়ল ঠান্ডার যাত্রাপথে । এর ফলে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাংলায় ধাক্কা খেল শীত (Weather Report)। দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় মানদৌসের পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় । আর সেই কারণে রাতের তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল 2 ডিগ্রি (West Bengal Weather Update)।

আজ সকালে কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । শুক্রবার এই তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস (Weather Forecast) । যা ছিল এই মরশুমের শীতলতম দিন । সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি হওয়ায় গত 24 ঘণ্টার বিচারে 1 ডিগ্রি বেড়েছে । বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ । রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার আর সেরকম কোনও হেরফের হবে না । অর্থাৎ আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা এরকমই 2-4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে । ফলে শীতের অনুভূতিতে সাময়িক বিরতি হবে । আকাশ প্রধানত পরিষ্কার থাকবে । তবে, কোথাও কোথাও মেঘলা হতে পারে খানিক সময়ের জন্য । সোমবার পর্যন্ত মেঘের লুকোচুরি চলবে । আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

আরও পড়ুন:ছুটির দিনে ভাগ্যলক্ষ্মী কাদের ওপর সহায় রয়েছেন ? জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details