পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিতে ঠান্ডার প্রত্যাবর্তন - Weather Report

আগামী পাঁচদিন রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক (Weather Forecast) । কলকাতায় শীত পড়তে আরও বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
পারদ পতনের ইঙ্গিতে ঠান্ডার প্রত্যাবর্তন

By

Published : Dec 4, 2022, 7:00 AM IST

কলকাতা, 4 ডিসেম্বর:শীতের প্রত্যাবর্তন । শুক্রবারের পারদ পতনে তারই ইঙ্গিত । যা শীত বিলাসীদের আনন্দ দেওয়ার পক্ষে যথেষ্ট । জাঁকিয়ে শীত ডিসেম্বরের শুরুতে পড়ার ইঙ্গিত দিয়েছিল (Weather Report)। কিন্তু গত কয়েকদিন ধরে উত্তর পশ্চিম দিকে থেকে বয়ে আসা বাতাসের পথে কাঁটা ছড়িয়েছিল বঙ্গোপসাগরের জলীয় বাষ্প পূর্ণ বাতাস । যদিও তার দাপট কমতে শুরু করেছে । ফলে আটকে থাকা ঠান্ডা ফের ঢুকতে শুরু করেছে (West Bengal Weather Update) । কিন্তু জাঁকিয়ে শীত পড়তে আরও বেশ কয়েকটি দিন অপেক্ষা করতেই হবে ।

আলিপুর আবহাওয়া যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে (Weather Forecast) । রাতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে । যার ইঙ্গিত শনিবার মিলেছে । ইতিমধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক হয়েছে । যা 2 দিন আগেও পাঁচ ডিগ্রি বেশি হয়ে গিয়েছিল । তবে জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়লেও কলকাতায় শীতের অনুভূতি ভালোভাবে অনুভব করতে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ।

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । রবিবার দিনের আকাশ থাকবে রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন: রবিবারে রোম্যান্সে ভাসবেন কারা ? জানতে চোখ রাখুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details