কলকাতা, 28 নভেম্বর: রোদ উঠলে ঠান্ডা সেভাবে অনুভূত হচ্ছে না । সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকছে । রাত গড়ালে গায়ে হালকা চাদর দিলে ভালো লাগে । ব্যস, ওই পর্যন্তই । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের শীত বলতে আপাতত এতটুকুই । অথচ জেলায় ছবিটা ভিন্ন । বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রির নীচে অবস্থান করছে । ফলে কলকাতার মত হালকা শীতের আমেজ নয় বরং সেখানে জমিয়ে শীতের আগমনী ((Weather Update for West Bengal) ।
উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে । দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ইতিমধ্যে 10 ডিগ্রির আশেপাশে । উত্তরবঙ্গের বাকি জেলায় সর্বনিম্ন তাপমাত্রাও 15 ডিগ্রির অনেকটাই নীচে । হাওয়া অফিসের আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবহাওয়ার বিশেষ বদলের ছবি ধরা পড়ছে না । জাঁকিয়ে ঠান্ডা পড়তে নতুন মাসের মাঝামাঝি অবধি অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে (Weather Forecast for Today) ।