পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাঝ ফেব্রুয়ারিতেই উধাও শীত ! গরম বাড়বে আরও - weather update in west bengal

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28. 4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক।

ফেব্রুয়ারির মাঝেই বিদায় নিচ্ছে শীত
ফেব্রুয়ারির মাঝেই বিদায় নিচ্ছে শীত

By

Published : Feb 11, 2021, 1:31 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : শীত বিদায় নিতে চলেছে । আজ কলকাতার তাপমাত্রা আরও বেড়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার ঊর্ধ্বমুখী থাকবে । এই মুহূর্তে কলকাতায় শীতের আমেজ নেই বললেই চলে । দিনের বেলায় গরমের অনুভূতি প্রবল । যদিও জেলায় এখনও শীতের আমেজ কিছুটা হলেও বজায় রয়েছে । সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে । এমন কী সপ্তাহ শেষে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই । জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷

তাপমাত্রা বৃদ্ধিতে কলকাতা থেকে সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাচ্ছে শীত । সকালে কিংবা ভোরে যে হালকা শীতের আমেজ আগে ছিল, তা গত 24 ঘণ্টায় ছিল না । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েক দিনের মধ্যে জেলা থেকে শীত সম্পূর্ণভাবে বিদায় নেবে ।

আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 16 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15. 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28. 4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ, সর্বনিম্ন 37 শতাংশ হতে পারে ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । যার প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে এ রাজ্যে । এই কারণেই আকাশ মেঘলা থাকতে পারে । কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম আরও বাড়বে । আগামী দুই দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details