কলকাতা, 20 জুন : দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত । তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ভূখণ্ডে । এছাড়াও উত্তরপ্রদেশের উপর রয়েছে একটি নিম্নচাপ । রাজস্থান থেকে ঝাড়খণ্ডে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা । এই দুইয়ের প্রভাবেই বঙ্গ জুড়ে চলছে টানা বৃষ্টি ।
কলকাতায় সকাল থেকে আকাশ মেঘলা ৷ চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ৷ রাজ্যের অন্যান্য জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ আলিপুর আবহাওয়া দফতর সৃত্রে খবর, আগামীকাল থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে । তবে আগামী সপ্তাহেও রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।
আকাশ মেঘলা থাকার পাশাপাশি আজ রাজ্যের সব জেলাতেই বৃষ্টি চলবে । দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সর্তকতা ৷