পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবশেষে শীত এল রাজ্যে - Weather report

চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি পারদ নেমেছে । আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে ।

image
আলিপুর আবহাওয়া দপ্তর

By

Published : Dec 18, 2019, 3:28 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : অবশেষে রাজ্যে এল শীত । চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি পারদ নেমেছে । আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে ।

পশ্চিমী ঝঞ্ঝার রেশ কেটে যাওয়ার পরেই বিনা বাধায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া । ফলে ক্রমশ কমবে তাপমাত্রা । সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত যেতে পারে । এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর । বিহার ,উত্তর প্রদেশ সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে ঠান্ডা আবহাওয়ার জেরে পারদ আরো কিছুটা নামবে ।


কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা

  • দার্জিলিং- 4 ডিগ্রি সেলসিয়াস
  • কালিম্পং- 6 ডিগ্রি সেলসিয়াস
  • জলপাইগুড়ি - 13.1 ডিগ্রি সেলসিয়াস
  • কোচবিহার - 9.6 ডিগ্রি সেলসিয়াস
  • মালদা - 12.9 ডিগ্রি সেলসিয়াস
  • আসানসোল - 12.3 ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া - 12.6 ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান - 13.2 ডিগ্রি সেলসিয়াস
  • ক্যানিং - 16 ডিগ্রি সেলসিয়াস
  • ডায়মন্ড হারবার - 15.4 ডিগ্রি সেলসিয়াস
  • দীঘা - 16 ডিগ্রি সেলসিয়াস
  • দমদম - 14. 8 ডিগ্রি সেলসিয়াস
  • হলদিয়া - 16.5 ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুন্ডা - 15.4 ডিগ্রি সেলসিয়াস
  • কলকাতা - 15. 6 ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর - 16 ডিগ্রি সেলসিয়াস
  • সল্টলেক - 15.7 ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন - 9.9 ডিগ্রি সেলসিয়াস


অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলাগুলিতে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয় । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details