কলকাতা, 17 ডিসেম্বর : কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকেই হালকা কুয়াশা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তাপমাত্রাও ৷ আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখন কেটেছে ৷ কিন্তু, এখনও সে ভাবে তাপমাত্রা কমেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ৷ আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ এছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই ৷
আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে শীতের আমেজ ৷ যদিও, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা ক্রমশ কমবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফিরবে শীতের আমেজ ৷