পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নামল তাপমাত্রার পারদ, শীত এল কলকাতায়

আজ মরশুমের শীতলতম দিন ৷ কলকাতায় তাপমাত্রার পারদ নামল 16 ডিগ্রি সেলসিয়াসে ৷ আগামী তিনদিনও তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Dec 3, 2019, 8:57 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর : তাপমাত্রার পারদ 16 ডিগ্রিতে নামল কলকাতায় ৷ আজ মরশুমের শীতলতম দিন ৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে ৷ তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে ৷

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন তাপমাত্রার পারদ নামবে ৷ তবে, তা স্থায়ী হবে না ৷ তিনদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়বে ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা-

  • আসানসোল- 16.2 ডিগ্রি
  • বালুরঘাট- 16 ডিগ্রি
  • বাঁকুড়া- 17.1 ডিগ্রি
  • ব্যারাকপুর- 16.8 ডিগ্রি
  • বর্ধমান-16 ডিগ্রি
  • ক্যানিং- 18 ডিগ্রি
  • দমদম- 18.8 ডিগ্রি
  • দিঘা- 18.1 ডিগ্রি
  • হলদিয়া- 20 ডিগ্রি
  • মালদা- 17.8 ডিগ্রি
  • পানাগড়- 14.7 ডিগ্রি
  • পুরুলিয়া- 15.4 ডিগ্রি
  • শ্রীনিকেতন- 14.8 ডিগ্রি
  • কৃষ্ণনগর- 17.6 ডিগ্রি
  • দার্জিলিং- 5.8 ডিগ্রি
  • কুচবিহার- 14.1 ডিগ্রি
  • জলপাইগুড়ি- 15.2 ডিগ্রি

কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস ।

ABOUT THE AUTHOR

...view details