কলকাতা, ১৭ মার্চ : আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
ছত্তিশগড় ও বিদর্ভের উপর দুটি ঘূর্ণবাত এখনও অবস্থান করছে। তারা শক্তি বৃদ্ধি করছে। এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতাতেও আজ সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া অফিস। হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটারের বেশি থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।