কলকাতা, 11 মে : আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মিলতে পারে স্বস্তি। এমন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । পাশাপাশি সোমবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায়। তবে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল ।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হালকা বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরেও । তবে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামীকাল পশ্চিমের জেলাগুলো ও দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস ।
সোমবার থেকে দুই বঙ্গেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা । এই মুহূর্তে বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড়ের উপরে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও সংলগ্ন অঞ্চলের উপর । তবে আজও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল । বেশিরভাগ জেলার তাপমাত্রা ছিল 40 ডিগ্রির উপর, যা স্বাভাবিকের থেকে প্রায় 4-5 ডিগ্রি বেশি । সঙ্গে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল ।