পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের দোরগোড়ায় উপস্থিত বর্ষা - বর্ষার পূর্বাভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে । এবং আগামী 24 ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । সকাল থেকে দফায় দফায় শহরজুড়ে হালকা-মাঝারি বৃষ্টি চলছে ।

রাজ্যে বর্ষা
রাজ্যে বর্ষা

By

Published : Jun 11, 2020, 12:15 PM IST

কলকাতা, 11 জুন : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে । ইতিমধ্যেই দীর্ঘ পথ অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রবেশ করেছে । সেই সঙ্গেই অসম ও নাগাল্যান্ডের বেশ কিছু অংশেও ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যেই বাকি পথ অতিক্রম করে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমি বায়ু । আগামী 48 ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গ অধিগ্রহণ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে মৌসুমি বায়ু ।

রাজ্যজুড়ে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে । এবং আগামী 24 ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ।

মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ক্রমশ শক্তি বৃদ্ধি করছে ৷ আগামী দিনে এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । পরবর্তী সময়ে এই সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর করবে । এর প্রভাবেই অন্ধ্রপ্রদেশ উপকূল ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উপকূল ও ওড়িশা উপকূলে সাগরে যেতে নিষেধ করা হয়েছে ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । সকাল থেকে দফায় দফায় শহরজুড়ে হালকা-মাঝারি বৃষ্টি চলছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টা তো কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 70 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 3.8 মিলিমিটার ।

ABOUT THE AUTHOR

...view details