কলকাতা, 11 জুন : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে । ইতিমধ্যেই দীর্ঘ পথ অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রবেশ করেছে । সেই সঙ্গেই অসম ও নাগাল্যান্ডের বেশ কিছু অংশেও ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যেই বাকি পথ অতিক্রম করে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমি বায়ু । আগামী 48 ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গ অধিগ্রহণ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে মৌসুমি বায়ু ।
রাজ্যজুড়ে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে । এবং আগামী 24 ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ।