পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হালকা বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলায় - rain

ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

হালকা বৃষ্টি

By

Published : Mar 5, 2019, 11:59 PM IST

কলকাতা, ৫ মার্চ : ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ৭ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সম্পূর্ণভাবে মেঘ কেটে যাবে। উত্তরবঙ্গের আবহাওয়ারও উন্নতি হবে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের দিকে উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কাল মেঘলা আকাশ থাকলেও ৭ তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ৭ তারিখে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি - মূলত দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা আছে।

এরপর থেকেই সর্বোচ্চ তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯-২০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা সামান্য একটু কমলেও ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী কাল সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

ABOUT THE AUTHOR

...view details