পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আজ ও কাল ঝড়-বৃষ্টির পূর্বাভাস - undefined

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

ঝড় বৃষ্টি

By

Published : Mar 16, 2019, 3:42 AM IST

কলকাতা, ১৬ মার্চ : আজ সন্ধ্যার পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে,জানাল আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে, ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে কাল বৃষ্টি কমতে পারে। সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মঙ্গলবার থেকে ফের শুরু হতে পারে ঝড় ও বৃষ্টি।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ থেকেও ঠান্ডা বাতাস প্রবেশ করছে। যার সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। এর ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে।

আবহাওয়াবিদ গণেশ দাস জানিয়েছেন ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের বেলায় সূর্যের তাপ থাকবে এবং গরম অনুভূত হবে। জলীয় বাষ্প পরিমাণে বেশি থাকায় অস্বস্তিকর ও কষ্টকর আবহাওয়া থাকবে।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details