পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা - weather report today

দক্ষিণ বঙ্গোপসাগরের আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । সেই সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । উত্তর প্রদেশের পূর্ব দিক ও তার পাশাপাশি অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । যার ফলে রাজ্যে প্রচুর পরিমাণে ঢুকেছে জলীয়বাষ্প । আগামী কাল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৷

alipore

By

Published : Oct 20, 2019, 7:21 PM IST

কলকাতা , 20 অক্টোবর : আগামী 24 ঘণ্টায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৷ পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ৷ বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনাও রয়েছে ৷ দক্ষিণবঙ্গ-সহ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ আগামী 24 ঘণ্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে । তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । সেই সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । উত্তরপ্রদেশের পূর্ব দিকে ও তার পাশাপাশি অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । যার ফলে রাজ্যে প্রচুর পরিমাণে ঢুকেছে জলীয়বাষ্প । বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই ৷ মৎস্যজীবীদের জন্য কোনওরকম সর্তকতা এখনও জারি করা হয়নি ।

নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে অনেক বেশি পরিমানে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস ।

জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

ABOUT THE AUTHOR

...view details