পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 6, 2019, 11:39 AM IST

ETV Bharat / state

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপ ৷ আগামী 12 ঘণ্টায় তা আরও শক্তি বাড়াবে ৷ আগামী 24 ঘণ্টায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তার জেরেই চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷

মেঘলা আকাশ

আলিপুর, 6 নভেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ৷ আগামী 24 ঘণ্টায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতেরর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তার জেরেই চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷

নিম্নচাপের গতিমুখ থাকবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে । এর প্রভাবে আট তারিখ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে ৷ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে ৷ 9 তারিখ থেকে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

বর্তমানে নিম্নচাপটি পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামানের উপর অবস্থান করছে ৷ পশ্চিমবঙ্গের উপকূল থেকে যা হাজার কিলোমিটার দূরত্বে রয়েছে । ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে বুলবুল । নামটি প্রস্তাব করেছে পাকিস্তান ।

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশী ৷

ABOUT THE AUTHOR

...view details