পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহানগরে রাতভর বৃষ্টি, রাজ্যে সক্রিয় বর্ষা - রাজ্যে বর্ষাকাল

কলকাতা ও তার আশেপাশের এলাকায় চলল রাতভর বৃষ্টি ৷ সকালে বৃষ্টি থামলেও কলকাতার আকাশ আপাতত মেঘলা ৷ সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল জানিয়েছে আবহাওয়া দফতর ৷

weather-forecast
weather-forecast

By

Published : Jun 16, 2021, 10:54 AM IST

কলকাতা, 16 জুন : সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷ তবে কলকাতা ও তার আশেপাশের এলাকায় চলেছে রাতভর বৃষ্টি ৷ বঙ্গে বর্ষা সক্রিয়, আর এই বৃষ্টিপাত চলবে সপ্তাহ জুড়েই, এমনটা জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই ৷ মুর্শিদাবাদ, নদিয়া সহ দুই 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল ৷ আলিপুর আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল ৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ নিম্নচাপটি এই মুহূর্তে বিহার থেকে উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে ৷ সেই সঙ্গে রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ৷ এই নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বিস্তৃত থাকার ফলে রাজ্যে বর্ষা সক্রিয় হয়েছে । এর ফলে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হবে ।

আরও পড়ুন : Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম

কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ 50 দশমিক 5 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

শেষ 12 ঘণ্টায় কলকাতায় বিভিন্নস্থানে বৃষ্টির পরিমাণ :

বেহালা 74 মিলিমিটার, জিনজিরা বাজার 65 মিলিমিটার, কামদহরি 39 মিলিমিটার, সিপিটি ক্যানেল 32 মিলিমিটার, ধাপা 31 মিলিমিটার, কালীঘাট 27 মিলিমিটার, চেতলা লকগেট 24 মিলিমিটার, পালমার ব্রিজ 24 মিলিমিটার, তপসিয়া 22 মিলিমিটার, বালিগঞ্জ 22 মিলিমিটার, মানিকতলা 21 মিলিমিটার ৷

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, মৌসুমি বায়ু দেশের অধিকাংশ অংশে বিস্তার করেছে । উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ বাদ দিয়ে প্রায় গোটা ভারতেজুড়ে শুরু হয়েছে বর্ষা । আগামী কয়েকদিন পূর্ব-মধ্য ভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details