কলকাতা , 24 মার্চ : রাজ্যের ভোটের পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ । আগামী কয়েকদিনে তা আরও 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের । সেই সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি । আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বরং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশী থাকায় অস্বস্তিকর গরম থাকবে । আগামী কয়েকদিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই ।
আরও পড়ুন : বৃষ্টির জল সংরক্ষণে আত্মনির্ভরতা
কলকাতায় গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 87 শতাংশ, সর্বনিম্ন 38 শতাংশ ।
হাওয়া অফিসের অধিকর্তার বক্তব্য আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ও সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । তবে তাপপ্রবাহের এখনও কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস । দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে ।
আরও পড়ুন : রাস্তার নির্মাণ দ্রুত ছড়িয়ে পড়ছে, রোজ 30 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে আগামী 25 ও 26 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের বাকি জায়গাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । আগামী দু-তিন দিন উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । সেখানে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।