কলকাতা, 23 অক্টোবর : বৃষ্টির খাপখেয়ালিপনায় দুর্গাপুজোর মজা বেশ কিছুটা মাটি হয়েছিল বাঙালির ৷ কিন্তু, এবার কালীপুজোর আগে আশার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ আজ আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, আগামী 27 তারিখ অর্থাৎ কালীপুজোর দিন থেকেই আকাশ পরিষ্কার থাকবে ৷ যদিও, বর্তমানে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে । এর ফলেই দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের আকাশ মেঘলা ছিল ৷ দুপুরের পর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 24 ঘণ্টা । আগামী কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর । বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলোতেও ।