কলকাতা, 11 অগস্ট : আজ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের গোরখপুর,মুজাফফরপুর হয়ে জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । সেই সঙ্গেই বিহার লাগোয়া উত্তরপ্রদেশের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্য প্রবেশ করছে । সমুদ্রপৃষ্ঠ থেকে আসা গরম জলীয়বাষ্প স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে । সেই সঙ্গেই রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু । এরফলেই রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে ।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টির জেরে বেশ কিছু সতর্কতা জারি হয়েছে ।
- ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে শস্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
- নদী গুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে ।
- নিচু এলাকাগুলিতে জল জমে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামী পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । বিশেষ করে 12 ও 13 অগস্ট উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে । আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।