পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আজ দিনভর আকাশ আংশিক মেঘলা, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা - মালদা সহ একাধিক জেলায় বষ্টি

আজ আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভবনা ৷ গতকাল কালবৈশাখীর জেরে একাধিক জেলা মালদা, দুই দিনাজপুর, দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বীরভূমে বৃষ্টি হলেও, শুষ্ক থেকেছে কলকাতা (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
আজ দিনভর আকাশ আংশিক মেঘলা, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

By

Published : Apr 23, 2022, 7:34 AM IST

কলকাতা, 23 এপ্রিল: গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃ্ষ্টি হলেও ভিজেনি কলকতা ৷ তবে শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভবনা ৷ এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের ৷ (West Bengal Weather Update)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 20 থেকে 22 এপ্রিল দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হবে । সেই মতোই দক্ষিণবঙ্গের সব জায়গায় শুক্রবার ঝড়-বৃষ্টি হলেও কলকাতাতে বৃষ্টির দেখা মেলেনি ৷ ফলে গরম থেকে নিস্তার মেলেনি শহরবাসীর । শুক্রবারের সকাল থেকে মেঘলা আকাশ বৃ্ষ্টির ইঙ্গিত দিলেও বেলা বাড়তেই তা উধাও হয়ে যায় । সন্ধ্যায় হাওয়া বইলেও ঝড়-বৃষ্টি হয়নি । শুখা চৈত্রের পরে বৈশাখের প্রথম সাতদিন কলকাতা বৃষ্টিহীন । যদিও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি অব্যাহত ৷ ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি মালদা, দুই দিনাজপুর, দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বীরভূমে ব্যাটিং করলেও, মহানগর বৃষ্টিহীন থেকে গিয়েছে ৷

আরও পড়ুন:West Bengal Weather Update : আপাতত স্বস্তি নেই, ভ্যাপসা গরমই অনুভূত হবে নগরবাসীর

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সন্ধ্যায় ঝড়-বৃষ্টি হতে পারে । শুক্রবার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কমে 34.4 ডিগ্রি ছিল । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেড়ে 28.2 ডিগ্রিতে ছিল। শনিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।

ABOUT THE AUTHOR

...view details