কলকাতা, 18 এপ্রিল : "আল্লা মেঘ দে, পানি দে" এই ভাটিয়ালি সুরই এখন বৃষ্টির জন্য দাবদাহে তিক্ত মানুষের জীবনের রিংটোন। যা বৃষ্টি বর্জিত গ্রীষ্মের ছবিও বটে। পুরো দক্ষিণবঙ্গবাসীর ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে ওষ্ঠাগত প্রাণ (West Bengal Weather Update)।
চৈত্র শেষ, বৈশাখ শুরু চাঁদিফাটা গরমে জেরবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। অথচ হাওয়া অফিস বলছে, এপ্রিল ও মে মাসের মধ্যে তিন থেকে চারটি কালবৈশাখী এবং সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যার জেরে পরিবেশ ঠান্ডা তথা দক্ষিণবঙ্গবাসীর মন, প্রাণ জুড়োবে ৷ অস্বস্তিকর গরম থেকে স্বস্তি ফিরবে মানুষের জীবনে।
রবিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ইঙ্গিত আলিপুরের অধিকর্তা গণেশ কুমার দাসের। তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ভরা বাতাস ঢুকছে। কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ডের গরম বাতাসের পরিমাণ বেশি হওয়ায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারছে না ৷ এছাড়াও চলতি মরশুমে জলীয় বাষ্পের ঘাটতি রয়েছে।