পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Report: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে নিম্নচাপের পূর্বাভাস রাজ্যে

আজ থেকে আরও দু'দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ৷ তার পর থেকে পারদ চড়ার সম্ভাবনা ৷ এর সঙ্গেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার জেরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গে, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের ৷

By

Published : May 3, 2023, 7:19 AM IST

West Bengal Weather Report
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

সপ্তাহান্তে নিম্নচাপের পূর্বাভাস বঙ্গজুড়ে

কলকাতা, 3 মে:গরম বাড়লেও তা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করবে না। এপ্রিল মাসের তিন সপ্তাহজুড়ে খরতাপ যেভাবে দহন জ্বালা রাজ্যজুড়ে সৃষ্টি করেছিল তা থেকে গত কয়েকদিনে রেহাই মিলেছে। আজ থেকে আগামী দু'দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে দিনের তাপমাত্রা বাড়বে। কিন্তু 40 ডিগ্রি স্পর্শ করবে না। পারদ চড়ার সঙ্গেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার জেরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হবে বঙ্গে। কিন্তু সেই ছবিটা আগামী সপ্তাহের আগে পরিষ্কার হবে না।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী 6 মে, শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এর থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে এখনও মন্তব্য করতে রাজি নয় আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

যদিও বিশ্বের আবহাওয়ার গতি-প্রকৃতি নিয়ে কাজ করা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানাচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে । সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা। এই ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতর এখনই কোনও মন্তব্য করতে চায়নি। দক্ষিণবঙ্গে 5 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বুধবার দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। যার গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুন:উন্নতির সম্ভাবনা মেষ রাশির, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে

উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। 6 মে, শনিবার থেকে দিনের তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে। তবে আগামী কয়েকদিনে অন্তত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details