পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Report: ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে তিনদিন, পূর্বাভাস হাওয়া অফিসের

গত কয়েকদিনে আবহাওয়ার বেশ পটপরিবর্তন ঘটেছে বঙ্গে। ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির দাপটে তাপপ্রবাহ থেকে রেহাই পেয়েছেন বঙ্গবাসী ৷ আবহাওয়া দফতর বলছে, 4 মে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

By

Published : May 2, 2023, 6:56 AM IST

Updated : May 2, 2023, 7:46 AM IST

West Bengal Weather Report
বঙ্গের আবহাওয়া

ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির দাপট বঙ্গজুড়ে

কলকাতা, 2 মে:এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গজুড়ে তাপপ্রবাহের ছবি এখনও টাটকা। তবে নিম্নচাপ অক্ষরেখার হাত ধরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টিতে যেমন স্বস্তি মিলেছে বঙ্গবাসীর, তেমনই নেমেছে তাপমাত্রাও। তবে পারদের এই নিম্নগতি কতদিন বজায় থাকবে, তা নিয়ে আশংকা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে তাপপ্রবাহের শঙ্কা আর নেই। চলতি মাসে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে করছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, শ্রীনিকেতন, আসানসোল, মগরা ও বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা আবহবিদদের মতে। উত্তরবঙ্গেও 30 থেকে 32 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 4 তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গের উপরের তিনটি জেলা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার এই তিন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে বিক্ষিপ্ত ও হালকা বৃষ্টি চলবে ৷ সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৷ সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সেখানেও 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে।

আরও পড়ুন:মথুরাপুরে বজ্রপাতে মৃত্যু মহিলার, জয়নগরে শিলাবৃষ্টি

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে ৷ এরকম আবহাওয়া আরও তিন দিন বজায় থাকবে, তারপর থেকে তাপমাত্রা ধীরে-ধীরে আবার বাড়বে ৷ সোমবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 93 শতাংশ। মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি ও 25 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : May 2, 2023, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details