কলকাতা, 15 অগস্ট:বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে বাংলা। বৃষ্টি যেহেতু বিক্ষিপ্তভাবে হচ্ছে ফলে অস্বস্তিকর গরম অব্যাহত। মঙ্গলবার স্বাধীনতা দিবস। দেশের 77তম স্বাধীনতা দিবসে বৃষ্টি কি উৎসবের আনন্দ মাটি করবে। হাওয়া অফিস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও স্বাধীনতা দিবসের আনন্দ তাতে মাটি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যে পূর্বাভাস দিয়েছেন তার নির্যাস হল-
15 অগস্ট স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি না-হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে।
মঙ্গলবার, বুধবার এবং শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে দুই থেকে এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে উপকূল সংলগ্ন জেলা ও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মৌসুমী অক্ষরেখা সক্রিয়। মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত ৷ সোমবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন:হিমাচল প্রদেশে ভূমিধসে একদিনে 55 জনের মৃত্যু