পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ছে শীতের আমেজ, আজ সর্বনিম্ন 13.1 ডিগ্রি - Temperature in Kolkata

সকাল থেকেই কনকনে ঠান্ডা কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

Weather Update
ফাইল ছবি

By

Published : Jan 3, 2021, 8:49 AM IST

Updated : Jan 3, 2021, 9:33 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : পিকনিকের আমেজকে বাড়িয়ে দিয়ে রবিবাসরীয় সকালে ঝোড়ো ব্যাটিং শীতের । সকাল থেকেই কনকনে ঠান্ডা কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে । আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস । রাজ্যে আজ আকাশ মোটামুটি পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস । নববর্ষের প্রথম দিনে কলকাতায় তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস । রোজই একটু একটু করে কমছে তাপমাত্রা । জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নিম্নগামী ।

আরও পড়ুন : 11.2 ডিগ্রি, মরশুমের শীতলতম দিন কলকাতায়

সকালে হালকা কুয়াশা আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস । রবিবার থেকে তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল । কিন্তু শীতের দাপট এখনও অব্যাহত । ঠান্ডার কামড়ে জুবুথুবু তিলোত্তমা । অর্থাৎ, শীত এখনই বিদায় নিচ্ছে না । আরও কয়েকদিন সকালে ও সন্ধ্যায় বজায় থাকবে শীতের আমেজ ।

Last Updated : Jan 3, 2021, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details