কলকাতা, 3 জানুয়ারি : পিকনিকের আমেজকে বাড়িয়ে দিয়ে রবিবাসরীয় সকালে ঝোড়ো ব্যাটিং শীতের । সকাল থেকেই কনকনে ঠান্ডা কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে । আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস । রাজ্যে আজ আকাশ মোটামুটি পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস । নববর্ষের প্রথম দিনে কলকাতায় তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস । রোজই একটু একটু করে কমছে তাপমাত্রা । জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নিম্নগামী ।