কলকাতা, 17 জানুয়ারি : জানুয়ারি মাসের শীতলতম দিন আজ ৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷ বলা হয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই নারবে পারদ, ফিরবে ঠাণ্ডা ৷ সেই পূর্বাভাস অনুযায়ী সোমবার রাতে পারদ ছুঁল 12.4 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম।
নতুন সপ্তাহে নতুনভাবে শীত ইনিংস শুরু করতে চলেছে ৷ এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ থাকলেও সকাল গড়ানোর সঙ্গে তা রৌদ্রজ্বল দিনে পরিণত হবে ৷ ফলে হারিয়ে যাওয়া ঠাণ্ডা বাতাস ফের তার পুরানো ছন্দে ফিরতে চলেছে (West Bengal Weather Update) ৷ এমনই ইঙ্গিত হাওয়া অফিসের ৷
খাতায়-কলমে পৌষ-মাঘই বঙ্গে শীতের মাস ৷ পৌষ মাসে শীতের খামখেয়ালিপনা লক্ষ করা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ৷ এর মূল কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা ৷ পৌষের অকাল বর্ষণে নাজেহাল জনজীবনে এবার রোদ্দুরের ছোঁয়া ৷ মাঘের শুরু থেকে শীতের আমেজ নতুন করে ফিরতে শুরু করেছে (West Bengal winter) ।