কলকাতা, 10 জুলাই : আজকেও কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরে ভারী বৃষ্টি, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম
আগামী 24 ঘণ্টায় কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
সেই সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে আগামী কয়েকদিনও । পঞ্জাব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিহার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা । এর সঙ্গেই ঝাড়খণ্ডের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । সেই সঙ্গে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা । এর প্রভাবেই 11 জুলাই ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ । এই নিম্নচাপ ওড়িশা থেকে অন্ধপ্রদেশ উপকূলে তৈরি হতে চলেছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সব মিলিয়ে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট পরিমাণে কিছুটা কমবে । 11 তারিখে নিম্নচাপ তৈরি হলে ফের 12 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ।
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 দশমিক 2 ডিগ্রি যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 94 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।