পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: ওড়িশায় ঘূর্ণাবর্ত! শিবরাত্রিতে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস - Rain

বঙ্গে বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিনে পারদ আরও চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ হাওয়া অফিসের তরফে আরও জানা গিয়েছে, ওড়িশা এবং তার উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তাই শিবরাত্রির দিন কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Report) ৷

West Bengal Weather Update
বৃষ্টির পূর্বাভাস

By

Published : Feb 18, 2023, 6:56 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: সপ্তাহান্তে মেঘলা বসন্ত। দক্ষিণবঙ্গের আকাশে সূর্যের দেখা মেলেনি শুক্রবার। রৌদ্রজ্বল আকাশের পূর্বাভাস থাকলেও কেন এই মেঘের ঘনঘটা? হাওয়া অফিস বলছে, ওড়িশা এবং তার উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। ইডেনে এখন রঞ্জি ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। খেলাটি আলোর অভাবে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল এদিন। উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুক্রবার দুপুরে হালকা বৃষ্টি হয়েছে (West Bengal Weather Forecast)।

শুধু পশ্চিমবঙ্গ নয় আন্দামানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, শনিবার 18 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত পশ্চিম হিমালয়ের অঞ্চল সমূহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য প্রান্তে এই নিয়ে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন না-হলেও বঙ্গে বৃষ্টিপাত হবে ৷ হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিনদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে। পরবর্তী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচদিনের যে পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে, তাতে বলা হয়েছে আগামী দু'দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। পরবর্তী তিনদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে কুয়াশা থাকবে। তবে সমতলের জেলাগুলিতে তেমন কুয়াশার দাপট থাকবে না। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পাহাড়ে আগামী 48 ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:মহা শিবরাত্রির পূণ্যলগ্নে বিবাহ যোগ কোন রাশির, জানতে দেখুন রাশিফল

শুক্রবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের আকা ছিল মেঘলা। রোদের দেখা সেভাবে মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ। শনিবার সকালের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে।

ABOUT THE AUTHOR

...view details