কলকাতা, 18 ফেব্রুয়ারি: সপ্তাহান্তে মেঘলা বসন্ত। দক্ষিণবঙ্গের আকাশে সূর্যের দেখা মেলেনি শুক্রবার। রৌদ্রজ্বল আকাশের পূর্বাভাস থাকলেও কেন এই মেঘের ঘনঘটা? হাওয়া অফিস বলছে, ওড়িশা এবং তার উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। ইডেনে এখন রঞ্জি ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। খেলাটি আলোর অভাবে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল এদিন। উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুক্রবার দুপুরে হালকা বৃষ্টি হয়েছে (West Bengal Weather Forecast)।
শুধু পশ্চিমবঙ্গ নয় আন্দামানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, শনিবার 18 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত পশ্চিম হিমালয়ের অঞ্চল সমূহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য প্রান্তে এই নিয়ে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন না-হলেও বঙ্গে বৃষ্টিপাত হবে ৷ হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিনদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে। পরবর্তী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।