কলকাতা, 20 জুলাই: সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ৷ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে মিজ়োরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । ক্রমশ এই মৌসুমী অক্ষরেখা এগিয়ে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে । তবে কিছুটা কম থাকবে বৃষ্টির দাপট ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 21 তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বৃদ্ধি পেতে পারে । ইতিমধ্যেই মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে । তার সঙ্গে দু-একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।