পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা - weather

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে কিছুটা কম থাকবে বৃষ্টির দাপট ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 21 তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বৃদ্ধি পেতে পারে । এদিকে, আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে ।

west bengal
আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

By

Published : Jul 20, 2021, 7:49 AM IST

কলকাতা, 20 জুলাই: সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ৷ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে মিজ়োরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । ক্রমশ এই মৌসুমী অক্ষরেখা এগিয়ে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে । তবে কিছুটা কম থাকবে বৃষ্টির দাপট ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 21 তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বৃদ্ধি পেতে পারে । ইতিমধ্যেই মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে । তার সঙ্গে দু-একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে আকাশ থাকবে মেঘলা

আগামী 23 তারিখ নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপর তৈরি হবে একটি নিম্নচাপ । সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখা উত্তর দিক থেকে সরে দক্ষিণ দিকে এগিয়ে যাবে । এর প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে রাজ্যে । ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ।

ABOUT THE AUTHOR

...view details