কলকাতা, 13 অক্টোবর: এবার পুজোয় প্যাঁচ প্যাঁচে কাদা নয় ৷ বেরোতে হবে না ছাতা নিয়েও ৷ বাংলা থেকে বিদায় নিয়েঠে বর্ষা, জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ফলে খুশির এই খবরে স্বস্তিতে রাজ্যবাসী ৷ রোদ ঝলমলে আবহাওয়াতেই এবার পুজোর আনন্দে মেতে উঠতে পারবে আপামর বঙ্গবাসী ৷
হাওয়া অফিসের ক্যালেণ্ডার অনুসারে 10 অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায়ের নির্ধারিত সময়। 13 অক্টোবর দক্ষিনবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছুটা অংশ থেকে বর্ষা ধরেছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গের যে অংশ থেকে বর্ষা এখনও বিদায় নেয়নি সেখানে হালকা বৃষ্টি হবে এবং তা বিদায়ের নামান্তর।
পুজোয় বৃষ্টি আনন্দের কাঁটা হবে না বলে জানিয়ে দিলেন আবহাওয়াবিদ সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আরও জানিয়েছেন, কুড়ি তারিখের পর থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রীর নিচে নেমে যাবে। জেলায় তা আরও নামবে। ফলে রাতের দিকে আবহাওয়া অনেকটাই মনোরম হবে। অবশ্য বর্ষা বিদায় নিলেও চলতি বছরে 23 শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এল নিনোর বছর বলে এই ঘাটতিকে বিশেষ পাত্তা দিচ্ছেন না আবহবিদরা।