কলকাতা, 1 নভেম্বর: একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করা অস্ত্র এল কলকাতায় ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কমান্ড্যান্ট অর্ডিন্যান্সের তরফে একটি রকেট লঞ্চার-সহ 5টি রাইফেল হস্তান্তর করা হয়েছে । পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় এই অস্ত্র কলকাতায় এনেছেন । গোয়ালিয়র থেকে এই অস্ত্র হস্তান্তরের পরপরই কলকাতা নিয়ে আসা হয় । আগামী ডিসেম্বর মাসে সাধারণের জন্য এই অস্ত্র প্রদর্শিত হবে ।
এই বিষয়ে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় ইটিভি ভারতকে বলেন, "ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরিপ্রেক্ষিতে, বিএসএফের ডিরেক্টর জেনারেল আমাকে 5টি বন্দুক এবং রকেট লঞ্চার হস্তান্তর করেছে । এই অস্ত্রগুলো 1971 সালে ভারত-পাক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করেছিল । কলকাতায় আমাদের রাজ্যে প্রস্তাবিত যাদুঘর ও গবেষণা কেন্দ্র রাখা হচ্ছে ।"
মিউজিয়াম তৈরির বিষয়ে বিপ্লব রায় বলেন,"ভারতীয় সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে আন্তর্জাতিক মানের মিউজিয়াম তৈরি হবে কলকাতায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে ইতিমধ্যে তা নিয়ে আলোচনা হয়েছে । মধ্যযুগ থেকে শুরু করে ভারতীয় ইতিহাস ও কলকাতার প্রাচীন সভ্যতার উপর এ পর্যন্ত যা ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে তা ওই মিউজিয়ামে রাখা হবে । এই ইতিহাস ধর্মী সামগ্রীর উপর নতুন প্রজন্মের জ্ঞানের প্রসার ঘটার পাশাপাশি গবেষকরাও এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করতে পারবেন ।"