পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এজলাসেই নিলাম হল টাওয়ার গ্রুপের সম্পত্তি - টাওয়ার গ্রুপ

এজলাসেই নিলাম করা হল টাওয়ার গ্রুপের সম্পত্তি ৷ এক কোটি টাকায় তা বিক্রি হয় ৷

কলকাতা হাইকোর্ট

By

Published : Sep 19, 2019, 9:29 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : হাইকোর্টের এজলাসেই নিলাম করা হল টাওয়ার গ্রুপের একটি জমি । এক কোটি টাকায় তা বিক্রি হয়েছে ৷ তবে পুরো অর্থ জমা না দেওয়ায় জমিটি এখনও হস্তান্তর করা হয়নি ৷

সারদা কেলেঙ্কারি সামনে আসার কয়েকদিন পর হাইকোর্টে যায় টাওয়ার গ্রুপ ৷ SEBI-র হস্তক্ষেপের জেরে তাদের ব্যবসায় অসুবিধা হচ্ছে দাবি করা হয় ৷ সেজন্য সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের আর্জি জানায় তারা ৷ এরপর 2014 সালে টাওয়ার গ্রুপের সম্পত্তি বিক্রির নির্দেশ দেন বিচারপতি নাদিরা পাথেরিয়া ৷ শুরু হয় সম্পত্তি বিক্রির প্রক্রিয়া ৷

এরপর আজ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি জয় সেনগুপ্তর চিটফান্ড সংক্রান্ত বিশেষ বেঞ্চের এজলাসেই হয় নিলাম ৷ এক কোটি টাকায় জমিটি বিক্রি হয় ৷ যিনি কিনেছেন তিনি আপাতত 40 লাখ টাকা জমা দিয়েছেন ৷ বাকি অর্থ জমা দিলে জমিটি হস্তান্তর করা হয়েছে ৷ তবে জমিটি কোথাকার সে বিষয়ে কিছু বলা হয়নি ৷ বিষয়টি নিয়ে আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস বলেন, "টাওয়ার গ্রুপের প্রায় 1100-1200 কোটি টাকা বকেয়া রয়েছে । হাইকোর্টের তত্ত্বাবধানে টাওয়ার গ্রুপের সম্পত্তি বিক্রি করা হচ্ছে । এর আগেও কয়েকটি সম্পত্তি বিক্রি করা হয়েছে । "

ABOUT THE AUTHOR

...view details