পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার পুলিশকে শেখাব কীভাবে সংবিধানের মর্যাদা দিতে হয় : তেজস্বী সূর্য - BJP-র যুব মোর্চার নবান্ন চলো অভিযান

BJP-র যুব মোর্চার নবান্ন চলো অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর । গতরাতে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানাতে যায় BJP । ছিলেন তেজস্বীও । কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও পুলিশ অভিযোগ নেয়নি বলে জানান তেজস্বী । থানার বাইরে এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।

tejsavi surya
tejsavi surya

By

Published : Oct 9, 2020, 2:11 PM IST

কলকাতা, 9 অক্টোবর : মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সংসদেও সরব হবে BJP । গতরাতে এ'কথা জানিয়ে কার্যত হুঁশিয়ার করেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য । বলেন, সংবিধানের মর্যাদা কী শেখাব ।

গতকাল BJP-র যুব মোর্চার নবান্ন চলো অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর । পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি । পালটা লাঠিচার্জ করে পুলিশ । চলে জলকামান এবং কাঁদানে গ্যাস । মিছিল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে জানায় পুলিশ । এইদিকে BJP-র অভিযোগ, পুলিশের লাঠিচার্জ ও জলকামানে অনেক কর্মী-সমর্থক আহত হয়েছেন ।

এইসব অভিযোগের বিরুদ্ধে কার্যত সরব হয় BJP । গতরাতে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানাতে যায় তারা । ছিলেন তেজস্বীও । কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও পুলিশ অভিযোগ নেয়নি বলে তিনি জানান । থানার বাইরে এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।

তেজস্বী বলেন, "আমরা দু'ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেছিলাম । এমনকী মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেছিলাম । FIR দায়ের করার জন্য অপেক্ষা করেছিলাম । কিন্তু আমাদের তিনজন সাংসদকে পুলিশ হেনস্থা করে ।"

এই নিয়ে সংসদেও সরব হবে বলে জানিয়ে দেন তিনি । বলেন, "এই পুলিশ তৃণমূলের অধীনে । এরা সংবিধানের মর্যাদা দিতে জানে না । তিনজন সাংসদকে হেনস্থা করেছে। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রস্তাব দাখিল করব সংসদে । শেখাব কীভাবে সংবিধানের মর্যাদা দিতে হয় । নরেন্দ্র মোদি সরকারের ক্ষমতা কী, তা দেখাব । "

ABOUT THE AUTHOR

...view details