কলকাতা, 18 সেপ্টেম্বর : ছয় বছর পরে আই লিগে জায়গা করে নেওয়ার সুযোগ মহমেডানের সামনে । স্বাভাবিকভাবেই সুযোগ কাজে লাগানোর মরিয়া মনোভাব সাদাকালো শিবিরে । চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান কর্তারা । কোচ ইয়ান ল-এর অধীনে উইলিস প্লাজা,কিংসলে, তীর্থঙ্কর এখন কড়া অনুশীলনে ডুবিয়ে রেখেছেন । দ্বিতীয় ডিভিশন আই লিগের সূচি ঘোষণা হতেই অংশগ্রহণকারী পাঁচটি দল তাঁদের লক্ষ্য স্থির করে ফেলেছে।
কোচ ইয়ান ল বলছেন তাঁরা লক্ষ্য স্থির করে ফেলেছেন । "আমাদের প্রথম লক্ষ্য আই লিগের মূলপর্বে জায়গা করে নেওয়া । আমাদের দল ভালো, শক্তিশালী । অনেক দিন পরে এমন দল গড়া সম্ভব হয়েছে । আমাদের ধারনা রয়েছে প্রতিযোগিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে । তবে মহমেডান যথেষ্ট তৈরি যে কোনও চ্যালেঞ্জ নেওয়ার জন্য", বলেছেন ইয়ান ল ।