কলকাতা, 6 মে : রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে এবার কলকাতা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আজ টুইটে একথা জানান তিনি ।
মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ কোরোনা হাসপাতাল, কাল থেকেই পরিষেবা, ঘোষণা মমতার - corona virus news
মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, প্রাথমিকভাবে কলকাতা মেডিকেল কলেজে কোরোনা ও SARI রোগীদের জন্য 500 শয্যাবিশিষ্ট পরিকাঠামোর আয়োজন করা হয়েছে । পরে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে এই শয্যা সংখ্যা বাড়ানো হবে ।
ছবি
টুইটে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, রাজ্যে কোরোনা চিকিৎসার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কলকাতা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ COVID-19 হাসপাতাল পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামীকাল থেকে পরিষেবা শুরু হবে এখানে।
টুইটে তিনি আরও জানান, প্রাথমিকভাবে মেডিকেল কলেজে কোরোনা ও SARI রোগীদের জন্য 500 শয্যাবিশিষ্ট পরিকাঠামোর আয়োজন করা হয়েছে । পরে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে এই শয্যা সংখ্যা বাড়ানো হবে । এটি রাজ্যের 68তম পূর্ণাঙ্গ কোরোনা হাসপাতাল।
Last Updated : May 6, 2020, 6:07 PM IST