কলকাতা, 18 জুলাই : কোরোনার থেকেও বেশি গতিতে কাজ চলছে । আমরা প্রস্তুত রয়েছি । আজ নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামীদিনে সংক্রমণ আরও বাড়বে ৷ তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ আজ সেই একই সুর শোনা গেল মুখ্যসচিবের গলায় । কোরোনা পরিস্থিতি মোকাবিলায় কোথাও যেন অনেকটাই আত্মবিশ্বাসী তিনি । তাঁর কথায়, "আগামী তিন-চার সপ্তাহে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়বে । তবে আতঙ্কের কোনও কারণ নেই । সংক্রমণের থেকে বেশি গতিতে কাজ করছি আমরা । কোরোনার থেকে বেশি গতি আমাদের । আমরা প্রস্তুত রয়েছি । সমস্ত ব্যবস্থা করা হয়েছে । অনেক বেসরকারি সংস্থাও আমাদের সঙ্গে একযোগে কাজ করছে । তাই বলছি, আগামী তিন-চার সপ্তাহে কোনও সমস্যা হবে না ।"
কোরোনা মোকাবিলায় রাজ্যে পরিকাঠামো দিন দিন আরও মজবুত হয়ে উঠছে । সমস্ত ব্যবস্থাও করা হচ্ছে । আজ একথা জানান রাজীব সিনহা । তাঁর বক্তব্য, "আমাদের 24x7 টেলি সার্ভিস রয়েছে । পাশপাশি কোভিড ম্যানেজমেন্ট টিম, ডাটা অ্যানালিসিস টিম, কোভিড বেরিয়ারস ক্লাবও একসঙ্গে লড়াই করছে । এই কোভিড বেরিয়ারস ক্লাব দেখছেন মহুয়া বন্দ্যোপাধ্যায় । বর্তমানে এই ক্লাবে 700 জন সদস্য রয়েছে, যাঁরা কোরোনা পরিস্থিতিতে কাজ করছে ।"তিনি আরও বলেন, "পরিস্থিতির পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই মুহূর্তে সংক্রমণ সবচেয়ে বেশি শহর ও শহরতলি এলাকায় । তাই কলকাতা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিকে একটি ইউনিট হিসেবে দেখা হচ্ছে । আলাপন বন্দ্যোপাধ্যায়কে কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে । উত্তর 24 পরগনার দায়িত্বে রয়েছেন মনোজ পাল। "