কলকাতা, 30 সেপ্টেম্বর:বিভিন্নসরকারি দফতরের কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল অনেক সময়ই বাকি থেকে যায় । এমতাবস্থায় পঞ্চায়েত দফতরকে চিঠি দিয়ে দ্রুত বকেয়া বিল মেটানোর কথা জানাল বিদ্যুৎ দফতর ৷ শুধু তাই নয়, বিদ্যুৎ দফতরের তরফ থেকে বলা হল যত তাড়াতাড়ি সম্ভব টাকা মেটাতে হবে ৷ না হলে কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেবে । সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পঞ্চায়েত দফতরের বকেয়া বিদ্যুৎ বিল 295 কোটি টাকা । লেট ফাইন ধরলে এর পরিমাণ পৌঁছবে 408 কোটি টাকা । সেই বকেয়া অর্থ তাড়াতাড়ি মেটানোর জন্য পঞ্চায়েত দফতরকে চিঠি দিল ডব্লুবিএসইডিসিএল বা রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSEDCL writes Panchayats Department to pay due electricity bill as soon as possible) ।
এই বিষয়টি জানাতে রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে (P ULganathan, Secretary of the Panchayats & Rural Development Department) চিঠি লিখেছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদ তথা এসইডিসিএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু । সেই চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই মুহূর্তে বিদ্যুৎ বিল বাবদ পঞ্চায়েত দফতরের বকেয়া রয়েছে 295 কোটি টাকা । আর দীর্ঘদিন ধরে এই টাকা বকেয়া থাকায় লেট পেমেন্ট সারচার্জ জমে 113.39 কোটি টাকা হয়েছে । মোটের উপর এই বিপুল অর্থের সবটাই মেটাতে হবে পঞ্চায়েত দফতরকে । আরও জানানো হয়েছে, দ্রুত এই বকেয়া না মেটালে দিল্লি থেকে টাকা দেবে না । তবে সব টাকা এক সময়ে দিতে হবে, এমন কথা অবশ্য পঞ্চায়েত দফতরকে বলা হয়নি । চিঠি হাতে পাওয়ার পর পঞ্চায়েত সচিব উলগানাথন সব জেলার জেলাশাসককে এ নিয়ে কী করা যায়, তা দেখতে বলেছেন ৷
আরও পড়ুন: তোলাবাজি, দুর্নীতি আটকাতে 'নজরে পঞ্চায়েত' হেল্পলাইন চালু করল সিপিএম