পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার শিক্ষা পোর্টালের ID না থাকলেও SSK, MSK-র পড়ুয়াদের ভর্তি নিতে হবে, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের

নির্দেশিকায় স্পষ্টভাষায় বলা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্ট ID না থাকার জন্য কোনও পড়ুয়াকে ভরতি নিতে অস্বীকার করা যাবে না । শিক্ষার অধিকার আইন (RTE act) অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত রয়েছে এমন যে কোনও প্রতিষ্ঠান থেকে পাশ করলে যে কোনও উপযুক্ত স্কুলে ভরতির যোগ্য বলে বিবেচিত হয় । তাই এই সকল পড়ুয়ারা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ যে কোনও স্কুলে উপযুক্ত স্তরে ভরতি হওয়ার যোগ্য ।

WBSED, Order
স্কুল শিক্ষা দপ্তর

By

Published : Jan 22, 2020, 2:55 AM IST

কলকাতা , 22 জানুয়ারি : বাংলার শিক্ষা পোর্টালে ID নেই । আর সে কারণেই শিশু শিক্ষা কেন্দ্র (SSK) থেকে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের পঞ্চম শ্রেণিতে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK ) থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণিতে ভরতি নিচ্ছে না অনেক স্কুল । বিষয়টিই নজরে আসতেই কড়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর । নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে,বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্ট ID না থাকার জন্য কোনও পড়ুয়াকে ভরতি নিতে অস্বীকার করা যাবে না ।

আজ স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন SSK, MSK-র পড়ুয়াদের ভর্তি নিয়ে এই নির্দেশিকা জারি করেছেন । রাজ্যের সব জেলার প্রাথমিক ও সেকেন্ডারি জেলা পরিদর্শকদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন । নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ এসেছে যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ অনেকগুলি স্কুলে SSK থেকে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ ও MSK থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের পঞ্চম ও নবম শ্রেণিতে ভরতি নিতে অস্বীকার করা হচ্ছে । কারণ, ওই পড়ুয়াদের বাংলার শিক্ষা পোর্টালে কোনও ID নেই । শিক্ষার অধিকার আইন (RTE act) অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত রয়েছে এমন যে কোনও প্রতিষ্ঠান থেকে পাশ করলে যে কোনও উপযুক্ত স্কুলে ভরতির যোগ্য বলে বিবেচিত হয় । তাই এই সকল পড়ুয়ারা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ যে কোনও স্কুলে উপযুক্ত স্তরে ভরতি হওয়ার যোগ্য ।

স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা

রাজ্যের প্রাথমিক ও সেকেন্ডারি জেলা পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে, যে পড়ুয়াদের পোর্টালে ID নেই , বর্তমান নিয়ম মেনে তাদেরকে নতুন করে ভরতি নিতে হবে । এক্ষেত্রে SSK, MSK, প্রাইভেট স্কুল, অন্য ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত স্কুলের পড়ুয়াদের কথাও বলা হয়েছে । স্টুডেন্ট এন্ট্রি মডিউলের মাধ্যমে ওই পড়ুয়াদের ২০২০ সালে বাংলার শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে । নির্দেশিকায় স্পষ্টভাষায় বলা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্ট ID না থাকার জন্য কোনও পড়ুয়াকে ভরতি নিতে অস্বীকার করা যাবে না । এই নির্দেশ পালনের সঙ্গে সঙ্গে উপযুক্ত সময়ে এই নির্দেশ মানার প্রমাণ হিসেবে রিপোর্টও চাওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details