কলকাতা, 15 সেপ্টেম্বর : আজ হাজরা মোড়ে জমায়েত হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড টিচার্স অ্যাসোসিয়েশনের (WBPTTA) সদস্যরা । উদ্দেশ্য ছিল, মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ডেপুটেশন দেওয়া । কিন্তু, তার আগেই 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷
WBPTTA-র কর্মসূচিতে বাধা পুলিশের, ডেপুটেশন দেওয়া হল না মুখ্যমন্ত্রীকে - প্রাথমিক শিক্ষক
মিছিল করে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা ছিল WBPTTA ৷ কিন্তু, বাধা দেয় পুলিশ ৷ গ্রেপ্তার 10 ৷
মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য আজ সকাল থেকেই হাজরায় জমায়েত শুরু করেন প্রাথমিক শিক্ষক ও PTTI ছাত্রছাত্রীরা ৷ সকাল 11টা থেকে মিছিল করে মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের ৷ সেখানে তাঁকে জমা দিতেন ৷ পুলিশের তরফে বাধা আসতে পারে বলে আগে থেকেই আশঙ্কা ছিল জমায়েতকারীদের ৷ সকালেই সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা চাইব পুলিশ-প্রশাসন এবং দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) যা প্রশাসনিক ক্ষমতা আছে, তা দিয়ে বল প্রয়োগ না করে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিনিধিদের নিয়ে যাক । শুধু কপিটা জমা দেবেন । এছাড়া, আমরা অন্য কোনও ঝামেলা করতে আসিনি । আর পুলিশ যদি মনে করে যে, আমাদের উপর বলপ্রয়োগ করবে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব । 23 সেপ্টেম্বর নবান্ন অভিযান করব আমরা । "
পরে সত্যি হয় সেই আশঙ্কা ৷ 11 টার আগেই পুলিশের তরফে বলা হয়, তাঁদের ডেপুটেশন দিতে যাওয়ার কোনও অনুমতি নেই । কিন্তু, ডেপুটেশন দেওয়ার জন্য WBPTTA-র তরফে বারবার অনুরোধ করা হয় ৷ তাতে কোনও লাভ হয়নি ৷ প্রায় 10 মিনিট আলোচনার পর WBPTTA-র রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই সহ 10 জনকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ পরে তাঁদের গ্রেপ্তার করা হয় ৷