ওয়েস্ট বেঙ্গল পাাবলিক সার্ভিস কমিশন(WBPSC) ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এগজ়ামের দিন ঘোষণা করেছে ৷ যার মাধ্যমে সিভিল জাজ (জুনিয়র ডিভিশন) পদে নিয়োগ করা হবে ৷ আসন সংখ্যা 26 ৷ অনলাইন আবেদনের শেষ তারিখ 2 অগাস্ট ৷
আসন সংখ্যা :
মোট 26টি শূন্যপদ । SC, ST, OBC ও জেনেরাল ক্যাটাগরিতে নিয়োগ হবে ৷
এই পদের জন্য কী প্রয়োজন :
বয়সসীমা :
1 জানুয়ারি 2020-র হিসেবে সর্বোচ্চ বয়সসীমা 35 বছর । সর্বনিম্ন 23 বছর । 1985 সালের আগে ও 1997 সালের পরে যাঁরা জন্মেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না ৷
নির্বাচন পদ্ধতি :
নির্ধারিত তারিখে পরীক্ষা দিতs হবে ৷ পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীর নির্বাচন করা হবে ।
যোগ্যতা :
আইনবিদ্যায় ডিগ্রি থাকতে হবে ৷ অ্যাডভোকেট এনরোলমেন্ট থাকতে হবে ৷ বাংলায় লেখা, পড়া ও কথা বলার ক্ষেত্রে সাবলীল হতে হবে ৷ বিশদে জানতে wbpsc.gov.in ওয়েবসাইটে চোখ রাখুন ।
অ্যাপ্লিকেশন ফি :
জেনেরাল ও OBC প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 210 টাকা । SC, ST, PWD প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি লাগবে না । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন ।
আবেদন করার প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীরা https://wbpsc.gov.in/candidateOTRegistration.jsp -এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 2 অগাস্ট মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে । অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে । অফলাইনে ফি দেওয়ার শেষ তারিখ 3 অগাস্ট ৷
গুরুত্বপূর্ণ তারিখ :
7 জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে ৷
আবেদনের শেষ তারিখ 2 অগাস্ট ।
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।