কলকাতা, 20 অক্টোবর: নিষিদ্ধ আতশবাজি তৈরি এবং বিক্রির বিষয়ে তথ্য দিতে পারলেই নগদ 500 টাকা পুরস্কার (WBPCB to reward with cash of 500) ! কালীপুজো, ছটপুজোর আগে এমনই বিশেষ উদ্যোগ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । মূলত, ক্ষতিকর বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে নাগরিকদের সচেতনতা ও উৎসাহ বাড়াতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ।
রাজ্য পরিবেশ দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (WBPCB) যৌথ উদ্যোগে ইতিমধ্যে এই ক্যাম্পেনের প্রচার চলছে রাজ্য জুড়ে । প্লে স্টোর থেকে পরিবেশ অ্যাপ ডাউনলোড করে অথবা টোল-ফ্রি নম্বর 18003453390-এ কল করে তথ্য দিতে পারবে যে কেউ । তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে এবং নগদ পুরস্কার ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে (Reward for Citizen) ৷ এমনটাই জানা গিয়েছে পরিবেশ দফতর সূত্রে । কিন্তু অভিযোগকারী বা তথ্য প্রদানকারী ব্যক্তিকে সঠিক তথ্য দিতে হবে (Ban Crackers Information) ।
রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "কালীপুজোর সময় নিষিদ্ধ আতশবাজি যাতে উৎপাদিত না হয় বা না ফাটে, তা নিশ্চিত করার জন্য সজাগ থাকবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশ প্রশাসন ৷ পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের নজরদারিতে আরও শক্তি জোগাবে । তাই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"