পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফলপ্রকাশ নিয়ে এখনই ভাবছে না রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড - জয়েন্ট পরীক্ষার ফল অনিশ্চিত

কোরোনার জেরে স্থগিত রয়েছে CBSE, ISC ,উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এই পরীক্ষাগুলি শেষ হওয়ার উপরই জয়েন্টের ফলপ্রকাশ নির্ভর করছে ৷ এমনটাই জানালেন WBJEEB-র চেয়ারম্যান মলয়েন্দু সাহা ৷

Joint
রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড

By

Published : Mar 31, 2020, 5:41 PM IST

কলকাতা, 31 মার্চ : রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা (WBJEE) এই বছরে এগিয়ে নিয়ে এসেছিল বোর্ড (WBJEEB) । রাজ‍্যের পড়ুয়াদের অন্যত্র পাড়ি দেওয়া আটকাতেই এই পদক্ষেপ করেছিল WBJEEB । পরিকল্পনা অনুযায়ী , ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়ে যায় । কিন্তু, তারপরেই কোরোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি রাজ‍্য সহ গোটা দেশে তৈরি হয়েছে , তাতে থমকে যায় গোটা প্রক্রিয়া । এমনকী, এই পরিস্থিতিতে ফলপ্রকাশের ভাবনাচিন্তাই করতে পারছে না রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । এমনই জানালেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।

2019 সালে 26 মে হয়েছিল রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা । 20 জুন জয়েন্ট পরীক্ষার ফলপ্রকাশের পর তিন দফা কাউন্সেলিংয়ের পরেও রাজ‍্যের বহু ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সিট ফাঁকা থেকে গিয়েছিল । পরে ডিসেন্ট্রালাইজ় কাউন্সেলিং করিয়ে সেই ফাঁকা থাকা আসনগুলো যতটা সম্ভব ভরতি করা হয়েছিল । জয়েন্ট বোর্ডের আধিকারিক, উচ্চশিক্ষা দপ্তর ও অংশীদাররা আলোচনা করে স্থির করেছিলেন, রাজ‍্যে জয়েন্ট পরীক্ষা হয়ে, ফল প্রকাশ করে, কাউন্সেলিং করে পুরো ভরতির প্রক্রিয়াতে অনেকটা সময় লেগে যায়‌ । আর সেই সময়ে রাজ‍্যের বহু পড়ুয়া পাড়ি দেন ভিনরাজ‍্যে । তাই রাজ‍্যের পড়ুয়াদের রাজ‍্যে ধরে রাখতে এগিয়ে আনা হবে 2020 সালের রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা । সেই সিদ্ধান্ত অনুযায়ী, এই বছর 2 ফেব্রুয়ারি এই পরীক্ষা নেওয়া হয় । পরিকল্পনা ছিল, উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর জয়েন্টের ফল প্রকাশ করে দেওয়া হবে এবং প্রভিশনাল অ্যাডমিশন দেওয়া হবে পড়ুয়াদের ।

কিন্তু, তারপর থেকেই দেশ এবং রাজ‍্যজুড়ে কোরোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকে। কোরোনা ভাইরাসের কারণে মার্চ মাসের মাঝামাঝি থেকেই এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় রাজ‍্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । তারপরে কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন শুরু হয় । দেশজুড়ে 21 দিনের লকডাউনের আজ সপ্তম দিন । ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা তিন অঙ্কের গণ্ডি পেরিয়েছে ৷ রাজ‍্যেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । এই পরিস্থিতিতে এখন ফলাফল প্রকাশের ভাবতেও পারছে না রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । WBJEEB-র চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন , "এই পরিস্থিতিতে কিছুই বলা যাবে না । পরিস্থিতি কাটলেও অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করছে জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ । যেমন, CBSE, ISC, উচ্চমাধ‍্যমিক পরীক্ষা কবে শেষ হবে, NIC কবে থেকে কাজ শুরু করবে, এই ধরনের একাধিক বিষয়ের উপর ভিত্তি করেই ফলপ্রকাশের কথা ভাবা হবে ।"

তিনি আরও বলেন, " কোনও কিছু না । সব আটকে গেল । আমাদের NIC দিল্লির সঙ্গে কাজ হয় । তা‌ তো পুরোপুরি বন্ধ হয়ে আছে । যে কাজটা হয় সেটা তো বাড়িতে বসে হয় না । এখন কিছুই বলা যাচ্ছে না । যতদিন না অফিসে যাব এবং অফিসে যাওয়ার পরেও অনেক কিছু ব‍্যাপার থাকে । NIC-র সঙ্গে যোগাযোগ করতে হয় । তাঁরা কবে অফিসে আসবে । সব যদি এবং কিন্তুর উপর নির্ভর করছে । এই পরিস্থিতি না কাটলে ভাবনারই কোনও অবকাশ নেই । অনেক রকম বিষয় রয়েছে । উচ্চমাধ্যমিকের ব়্যাঙ্কের আগে আমরা যদি ফল প্রকাশ করি তাহলে অনেক অসুবিধা হবে । এটা কোনও মতেই সম্ভব হবে না । CBSE, ISC ,উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রয়েছে ৷ ওরা পরীক্ষা শেষ করুক, ঘোষণা করুক, তারপরে ভেবে দেখা যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details