পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBJEE : প্রকাশিত রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের দিনক্ষণ

রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের বিভিন্ন কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নতুন বছরের ২৩ এপ্রিল (শনিবার) ৷ ওএমআর শিটেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। সেজন্য চলতি বছরের ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে।

WBJEE
প্রকাশিত রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের দিনক্ষণ

By

Published : Nov 12, 2021, 11:06 PM IST

কলকাতা, 12 নভেম্বর :প্রকাশিত হল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) নির্ঘন্ট। আগামী বছর 23 এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ৷ শুক্রবার সূচি ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা দিতে হবে পরীক্ষা কেন্দ্রে গিয়েই। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের বিভিন্ন কোর্সের ভর্তির জন্য হবে প্রবেশিকা পরীক্ষা।

আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে অনলাইনে শুরু হবে ফর্ম ফিলাম, জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ওএমআর শিটেই দিতে হবে পরীক্ষা। তবে পরীক্ষার ফল প্রকাশের দিন এখনো স্থির করেনি বোর্ড। শেষবার করোনাকালে পরীক্ষার দিন পিছিয়ে হয়েছিল গত জুলাই মাসে। শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডর তরফে জানানো হয়েছে, "রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের বিভিন্ন কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নতুন বছরের ২৩ এপ্রিল (শনিবার) ৷ ওএমআর শিটেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। সেজন্য চলতি বছরের ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে।"

রেজিস্ট্রেশন শুরুর নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-তে পরবর্তীতে জানা যাবে দিনক্ষণ ৷ উল্লেখ্য, করোনাভাইরাসের জেরে চলতি বছর নির্দিষ্ট সময়ের কিছুটা পরে 17 জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হয়েছিল। প্রাথমিকভাবে পরীক্ষা হওয়ার কথা ছিল 11 জুলাই । প্রায় 92,000 জন প্রার্থী পরীক্ষায় বসেছিলেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details