পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBJEE 2022 Exam Date : রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা, রেজিস্ট্রেশন আগামিকাল থেকে - 2022 জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা

আগামী বছর রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিন এবং রেজিস্ট্রেশনের দিন জানাল ডব্লিউবিজেইইবি ৷ জেনে নিন বিশদ তথ্য ৷ (WBJEE Board announces WBJEE 2022 Exam Date; Registration Starts on Friday)

WBJEE 2022 Exam Date
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন

By

Published : Dec 23, 2021, 11:31 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর :আগামী বছর পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন বোর্ড' বা ডব্লিউবিজেইইবি (West Bengal Joint Entrance Examination Board, or WBJEEB) ৷ 2022 সালে পরীক্ষা দিতে আগ্রহী ছাত্রছাত্রীরা 24 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে নাম রেজিস্টার করতে পারবেন wbjeeb.nic.in-এ ৷ 2022-এর 23 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে রাজ্যে (WBJEE Board announces WBJEE 2022 Exam Date; Registration Starts on Friday) ৷

ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচার বিষয়ে পড়ার জন্য রাজ্যস্তরে এই প্রবেশিকা পরীক্ষা দেন ছাত্রছাত্রীরা ৷ এই পরীক্ষায় পাশ করলে রাজ্যজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় ৷

আরও পড়ুন : WBJEE 2021 Result : জয়েন্টে দ্বিতীয় বাঁকুড়ার সৌম্যজিৎ, অভিনন্দন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর

ডব্লিউবিজেইইবি 2022-তে অনলাইন রেজিস্টার (WBJEE 2022 online registration) করতে গেলে পরীক্ষার্থীকে wbjeeb.nic.in-এ লগইন করতে হবে ৷ সেখানে প্রয়োজন অনুযায়ী তথ্য দিয়ে নাম রেজিস্টার করা যাবে ৷

কয়েকটি জরুরি তথ্য:

অনলাইনে পরীক্ষার ফি-সহ আবেদনের সময়সীমা (Online WBJEE 2022 application with payment of fees):

24 ডিসেম্বর, 2021 - 10 জানুয়ারি, 2022

অনলাইন ফর্ম সংশোধন এবং সংশোধিত পেজের ডাউনলোড(Online correction and downloading of revised confirmation page) :

11-13 জানুয়ারি, 2022

অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় (Publication of downloadable admit card): 18 এপ্রিল - 23 এপ্রিল, 2022

ডব্লিউবিজেইই পরীক্ষার দিন 23 এপ্রিল, 2021

পেপার 1 (ম্যাথমেটিক্স) : সকাল 11টা থেকে দুপুর 1টা

পেপার 2 (ফিজিক্স এবং কেমিস্ট্রি) : দুপুর 2টো থেকে বিকেল 4টে

পরীক্ষার ফলাফলের দিন পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড ৷ বোর্ডের তরফে আরও জানানো হয়েছে অবস্থার প্রয়োজনে উপরে উল্লিখিত এই তারিখগুলি পরিবর্তন করা হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details