পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBJEE 2023 Result: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল কবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী - রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশের দিন জানালেন ব্রাত্য বসু ৷ পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন বলেই টুইট করে জানান শিক্ষামন্ত্রী।

WBJEE 2023 Result
জয়েন্ট পরীক্ষার ফল কবে

By

Published : May 23, 2023, 10:17 PM IST

কলকাতা, 23 মে: উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার আগের সন্ধেয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণার দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী 26মে অতএব আগামী শুক্রবার বেলা আড়াইটের সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটা থেকে সকল পরীক্ষার্থী অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে বলেই টুইট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে তিনি আগাম শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন পরীক্ষার্থীদের।

গত 30 এপ্রিল তারিখ অনুষ্ঠিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। অর্থাৎ, পরীক্ষা শেষের এক মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে। এবছর জয়েন্টে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 98 হাজার। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মূলত হয় ওএমআর শিটের ভিত্তিতে। গণিত পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার উপর হয় এই পরীক্ষা। এইবারও একই পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল। প্রতিবছরই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয় পরীক্ষার ফলাফল। এবারেও তার অন্যথা হল না। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতোই ফলপ্রকাশের খবর টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর টুইটার হ্যান্ডেল থেকে মঙ্গলবার একটি পোস্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, 2023-এর ফলাফল আগামী 26 মে, 2023, শুক্রবার বেলা 2টো 30 মিনিটে একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে ৷ প্রায় 98 হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার ৷ তারা তাদের র‍্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল 4টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন ৷ সকল পরীক্ষার্থীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ৷

অন্যদিকে, রাত পেরোলেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। দুপুর বারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ফল। সাড়ে বারোটা থেকে সকল পরীক্ষার্থী তাদের ফলাফল দেখতে পাবে অনলাইনে। যদিও মার্কশিট তারা হাতে পাবেন এই মাসেরই 31 তারিখ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী ৷

আরও পড়ুন:প্রথম দুবার প্রিলিমে ব্যর্থ, তৃতীয় প্রচেষ্টায় দেশের সেরা; সক্রিয় ক্রীড়াবিদ ঈশিতাকে জানুন

ABOUT THE AUTHOR

...view details