পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মণ্ডপে নো এন্ট্রি পুনর্বিবেচনায় পার্টি হওয়ার আবেদন চিকিৎসক সংগঠনের - কলকাতা হাইকোর্ট

জনস্বার্থ এক মামলায় রাজ্যের সব পুজোমণ্ডপে নো এন্ট্রি ঘোষণার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য 20 অক্টোবর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে গঠিত ফোরাম ফর দুর্গোৎসব ।

wbdf
চিকিৎসক সংগঠনের

By

Published : Oct 21, 2020, 12:19 PM IST

কলকাতা, 21 অক্টোবর : রাজ্যের সব পুজোমণ্ডপে নো এন্ট্রি ঘোষণার নির্দেশ পুনর্বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফোরাম ফর দুর্গোৎসব । এই ধরণের পরিস্থিতির মধ্যে, COVID-19 সামাল দেওয়ার ক্ষেত্রে এ রাজ্যের চিকিৎসা পরিষেবা ব্যবস্থা কোন অবস্থায় রয়েছে ? তার সঠিক চিত্র আদালতে তুলে ধরতে চাইছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । যার জেরে, এই মামলায় পার্টি হওয়ার জন্য চিকিৎসকদের এই সংগঠন আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে ।

জনস্বার্থ এক মামলায় রাজ্যের সব পুজোমণ্ডপে নো এন্ট্রি ঘোষণার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য 20 অক্টোবর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে গঠিত ফোরাম ফর দুর্গোৎসব । এই পরিস্থিতির মধ্যে মামলায় পার্টি হতে চেয়ে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার আবেদন জানিয়েছে রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । চিকিৎসকদের এই সংগঠন জানিয়েছে, COVID-19 এর সাম্প্রতিক পরিস্থিতিতে হেলথকেয়ার ওয়ার্কারদের ভয়েস হিসাবে উদ্বিগ্ন । COVID-19 রোগীদের জন্য এ রাজ্যের চিকিৎসা পরিষেবা ব্যবস্থার ব্যবহার ইতিমধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে । চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী অর্থাৎ হেলথকেয়ার ওয়ার্কারদের মধ্যে ক্লান্তি এবং হতাশা দেখা দিয়েছে । হেলথকেয়ার ওয়ার্কারদের মধ্যে ইতিমধ্যেই অনেকের মৃত্যু হয়েছে ৷ যাঁদের মধ্যে রয়েছেন 60 জন চিকিৎসক । COVID-19 রোগীর সংখ্যা আরও বেড়ে গেলে রাজ্যের চিকিৎসা পরিষেবা ব্যবস্থা ভেঙ্গে পড়বে । সেক্ষেত্রে COVID-19 এর চিকিৎসার সুযোগ না পাওয়ার জেরে গণহত্যার দিকে ঠেলে দেওয়া হবে নাগরিকদের । এমনই দাবি করে চিকিৎসকদের ওই সংগঠন ৷

COVID-19 সামাল দেওয়া সহ এ রাজ্যের সার্বিক চিকিৎসা পরিষেবা ব্যবস্থার সঠিক চিত্র তুলে ধরার জন্য এই মামলায় পার্টি হতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে । এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, যে কোনও মূল্যে চিকিৎসকদের সহকর্মী এবং সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এই সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ ৷

ABOUT THE AUTHOR

...view details