পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিস্থিতি অনুকূলে থাকলে রাজ্যে দ্রুত শুরু হবে অধ্যক্ষ নিয়োগ

রাজ্যের কলেজগুলিতে অধ্যক্ষের পদগুলিতে শূন্যপদ যাচাই করতে শুরু করেছে WBCSC ৷ দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে তা নিয়োগ হতে চলেছে ৷

পরিস্থিতি অনুকূলে থাকলে রাজ্যে দ্রুত শুরু হবে অধ্যক্ষ নিয়োগ
পরিস্থিতি অনুকূলে থাকলে রাজ্যে দ্রুত শুরু হবে অধ্যক্ষ নিয়োগ

By

Published : Nov 8, 2020, 5:28 PM IST

কলকাতা, 8 নভেম্বর : রাজ্যের কলেজগুলিতে ফাঁকা থাকা অধ্যক্ষ পদগুলি পূরণে সচেষ্ট হয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)। নিয়োগ প্রক্রিয়ার আগামী ধাপ ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর জন্য সর্বতোভাবে প্রস্তুত হয়ে রয়েছে কমিশন । পরিস্থিতি ঠিক থাকলে কোরোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে ৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তা সম্পূর্ণ হয়ে যেতে পারে বলে আশায় রয়েছেন WBCSC-র আধিকারিকরা ।

বহুদিন ধরেই রাজ্যের বহু কলেজে অধ্যক্ষ পদ ফাঁকা পড়ে রয়েছে । অধ্যক্ষের অবর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা কলেজের প্রশাসনিক কাজ সামলালেও তাতে বহু বাঁধা রয়েছে । ফলে, প্রশাসনিক দিক থেকে কিছুটা হলেও অচলাবস্থা দেখা দিয়েছে সেইসব কলেজগুলিতে । বহুদিন ধরেই শূন্য থাকায় অধ্যক্ষ পদগুলিতে নিয়োগ করতে সচেষ্ট হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । 2019 সালের নভেম্বর মাসে প্রায় 100-র কাছাকাছি কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও মাঝে বাদ সাধে কোরোনা । কোরোনার জেরে থমকে গেছিল অধ্যক্ষ পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া ।

WBCSC-র সূত্রে জানা গেছে, বর্তমানে সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে । আগামী বছর অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যেতে পারে । তবে, ইন্টারভিউ শুরু ও তা সম্পূর্ণ হওয়া পুরোটাই পরিস্থিতির উপর নির্ভরশীল । এ বিষয়ে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, "কলেজের অধ্যক্ষের মোটামুটি যা খালিপদ রয়েছে তাতে নিয়োগের জন্য আমরা 2019 সালের শেষের দিকে বিজ্ঞাপন দিয়েছিলাম । 2020 সালের এপ্রিল মাসে ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল আমাদের । সেই পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু হয়ে গেছিল । কিন্তু, তারপরে কোরোনা পরিস্থিতির কারণে তা আটকে যায় । বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করেছে । আমরাও চিন্তাভাবনা শুরু করেছি, আলোচনা করছি যে, কোরোনার যাবতীয় গাইডলাইন মেনে কী করে করা যায় । আশা করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের শুরুতেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে ।"

তবে, পরিকল্পনার সঙ্গে রয়েছে অনিশ্চয়তাও । দীপক কর আরও বলেন, "এখনও পরিস্থিতিটা বেশ ঘোলাটে বলা চলে । যে কোনও মুহূর্তে যে কোনও কিছু হয়ে যেতেই পারে । প্রার্থীদের আসতে হবে, ট্রেন পেতে হবে । যারা ইন্টারভিউ দেবেন তাঁরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছেন । তাঁদের ইন্টারভিউ দিতে আসার জন্য বেশ কিছু যোগাযোগ মাধ্যমের দিকে নজর দিতে হবে ৷ আমরা ইন্টারভিউ করানোর পক্ষে । কিন্তু, সব স্বাস্থ্যবিধি মেনে ।"

শেষ তিনবারের বিজ্ঞপ্তিতে প্রায় 270 টি কলেজে অধ্যক্ষ নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন । বর্তমানে প্রায় 100-র কাছাকাছি শূন্যপদ রয়েছে । এই শূন্যপদ রাজ্যের 12 টা অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় মিলিয়ে রয়েছে । 2 নভেম্বর এই শূন্যপদের সংখ্যা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে WBCSC । রাজ্যের প্রতিটি কলেজকে WBCSC-র তরফে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে অধ্যক্ষ পদের বর্তমান স্ট্যাটাস জানিয়ে তথ্য আপলোড করতে । এর কারণ নিয়ে দীপক কর বলেন, "আমরা সবসময় একটা শূন্য পদের রেকর্ড করে থাকি । গতবছর শেষবার শূন্য পদের আপডেট করেছিলাম । এবার আমরা কাউন্সেলিং করে নিয়োগ করব । তার আগে শূন্যপদটা যাচাই করে নিচ্ছি যে, আরও শূন্য পদ নতুন করে হয়েছে কিনা । আমি গতবছর নভেম্বর-ডিসেম্বরে শূন্যপদের সংখ্যাটা নিয়েছিলাম । আমাদের লক্ষ্য ছিল, মার্চ-এপ্রিলে ইন্টারভিউ নেওয়া । সেটা যেহেতু 7 থেকে 8 মাস পিছিয়ে গেল তাই আর একবার যাচাই করে নেওয়া উচিত বলে মনে করেছি ।"

ABOUT THE AUTHOR

...view details